দেশ দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বিকেলে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী by সংবাদ AME বাংলা 24X 7 দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। কীভবে দেশের কোভিড মোকাবিলা করা যাবে সেই বিষয় নিয়েই মূলত বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/