‘রামনবমী ও ঈদে অশান্তির ছক, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র’, রাজ্যবাসীকে সতর্কবার্তা রাজ্য ও কলকাতা পুলিশের

সামনেই রামনবমী এবং ঈদ ৷ আর তা ঘিরে কলকাতা এবং রাজ্যে কোনও আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য তৈরি রাজ্য ও কলকাতা পুলিশ। কারণ রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি হচ্ছে, পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন দুই পুলিশকর্তা। জানিয়ে দিলেন, ”কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয়ও পাবেন না। তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনও অশান্তি হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক আছে।” বৈঠকের পরই জানিয়ে দেওয়া হয়, রামনবমীর শোভাযাত্রা ঘিরে যাতে কোনও অপ্রিতীকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুলিশ-প্রশাসন প্রস্তুত ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সহ কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা। পাশাপাশি এদিন ভবানী ভবনে রামনবমীর নিরাপত্তা নিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম ও এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার। এদিন জাভেদ শামিম বলেন, “আসন্ন রামনবমী ও ঈদে শহরকে অশান্ত করতে চাইছে কেউ কেউ। তা থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে হবে। পাশাপাশি হাওড়ার গ্রামীণ পুলিশ এলাকায় বেশ কিছু উত্তেজক পোস্টার পড়েছে। আর তাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াতে পারে। তার জন্য ইতিমধ্যেই হাওড়ার শ্যামপুরে একটি মামলা রুজু করেছে পুলিশ।” পাশাপাশি জাভেদ শামিম আরও বলেন, “মিছিল করতে কলকাতা হাইকোর্টের যে সকল নির্দেশিকা রয়েছে, তা মনে চলতে হবে। অন্যথা হলেই আইনগত ব্যবস্থা নিতে হবে।” অন্যদিকে, মালদার মোথাবড়ি প্রসঙ্গেও মুখ খুলেছেন পুলিশ কর্তারা ৷ এদিন জাভেদ শামিম এও বলেন, “এছাড়াও মালদার মোথাবাড়িতে আইন-শৃঙ্খলার অবনতির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৬১ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত ১৯টি এফআইআর রুজু হয়েছে । রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন।” এরপর এদিন দক্ষিণবঙ্গে এডিজি সুপ্রতিম সরকার বলেন, ”গোপন সূত্রে আমাদের কাছে খবর এসেছে, আসন্ন উৎসবের সময়ে এ রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে। বিভিন্ন পোস্টারের মাধ্যমে উসকানি, প্ররোচনা দেওয়ার ছক হচ্ছে। পুলিশ সতর্ক আছে। শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া-অশান্তি বাঁধানোর চেষ্টা করছে কেউ কেউ। বিশেষত রামনবমীকে টার্গেট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন, অযথা ভয় পাবেন না। তবে কোথাও কারও কাজে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।”

error: Content is protected !!