
যাদবপুরকাণ্ডে গ্রেফতার মোট ৯
যাদবপুরকাণ্ডে নয়া মোড়। প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা গ্রেফতার করেছেন। বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। বুধবারই ছ’জনকে আদালতে তুলে হেফাজতে নেওয়ার চেষ্টা করবে পুলিশ। সূত্রের খবর ধৃতদের মধ্যে রয়েছেন তিন প্রাক্তন ছাত্র। ধৃতেরা পলাতক ছিলেন বলে জানা গিয়েছে। এদের জেরা করে নতুন কোন তথ্য উঠে আসে কিনা এখন সেটাই দেখার। সম্প্রতি যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় আগেই এক প্রাক্তনী ও দুই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আগেই জানা গিয়েছিল আরও অনেকে এই ঘটনায় জড়িত থাকতে পারে। যতই তদন্ত এগিয়েছে ততই নতুন নতুন নাম সামনে এসেছে। এবার ধৃতদের থেকে কোন নতুন নাম উঠে আসে কিনা সেটাই দেখার বিষয়।