ওয়াকফ অশান্তিতে সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার দুই ভাই

ওয়াকফ অশান্তিতে বাবা-ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় অবশেষে দু’জনকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ ৷ মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে খুন হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাস ৷ মঙ্গলবার এডিজি আইন-শৃঙ্খলা (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, এই খুনের ঘটনায় কালু নাদাব ও দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে ৷ সুপ্রতিম সরকার বলেন, “সিসি ফুটেজ দেখে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে চিহ্নিত করা হয়েছিল ৷ এদিন তাদের বীরভূম ও সুতি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ বীরভূমের মুরারই থেকে কালু নাদাবকে এবং ভারত-বাংলাদেশ সীমান্তের সুতি থেকে গ্রেফতার করা হয় দিলদার নাদাবকে ৷ দু’জনেরই বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় ৷ তারা দু’জনে ভাই ৷” সুপ্রতিম সরকার বলেন, “এই দুজন ছাড়া আরও কয়েকজনকে খুনের ঘটনায় চিহ্নিত করা হয়েছে ৷ তাদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে ৷ দোষীদের কাউকে ছাড়া হবে না ৷” গত এক সপ্তাহ ধরে অশান্ত জঙ্গিপুরের জাফরাবাদে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার আতঙ্ক এখনও দগদগে হয়ে রয়েছে ৷ ১২ এপ্রিল বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে বাবা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দনদাসকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা ৷ গ্রামের প্রায় পঞ্চাশটি বাড়িতে তাণ্ডব চালিয়ে বোমা ছুড়তে ছুড়তে এলাকা ছাড়ে তারা ৷ সুতি সামশেরগঞ্জের অশান্তির ঘটনায় ২২১জনকে গ্রেফতার করা হলেও খুনের ঘটনায় মূল অভিযুক্তরা অধরা ছিল ৷ তিনদিন পর সেই খুনের ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পাশাপাশি তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে বলে জানান পুলিশের শীর্ষকর্তা ৷ এলাকায় গুজব ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত ২ হাজার ৯৩টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ৷ পুলিশের দাবি, নতুন করে কোনও অশান্তি ছড়ায়নি ৷ এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসছে ৷ নববর্ষের দিন অনেক দোকান খুলেছে ৷ এদিকে এদিন জঙ্গিপুর ছাড়াও কান্দি, বহরমপুর, লালবাগ, ডোমকল মহকুমায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

error: Content is protected !!