
সার্ভিস রিভলবার থেকে গুলি করে চরম পদক্ষেপের চেষ্টা পুলিশ কনস্টেবলের
ডিউটিতে থাকাকালিন সার্ভিস রিভলবার থেকে গুলি করে চরম পদক্ষেপের চেষ্টা পুলিশ কনস্টেবলের ৷ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ-তে ভর্তি 26 বছরের হিমাংশু মাঝি ৷ ঘটনাটি ঘটেছে ইমামবাড়া সদর হাসপাতালে ৷ এখানেই কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, আগামী 3 মার্চ হিমাংশুর বিয়ের তারিখ ঠিক হয়েছে ৷ জানা গিয়েছে, চন্দননগর পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন হিমাংশু মাঝি । বাড়ি বাঁকুড়ায় হিরবাঁধ এলাকায় ৷ কর্মসূত্রে চুঁচুড়া পুলিশ লাইনের কোয়ার্টারে থাকেন তিনি । বৃহস্পতিবার রাতে হাসপাতালের লক-আপে নাইট ডিউটি করছিলেন হিমাংশু। সেই সময়, আচমকা নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে চরম পদক্ষের নেন এই পুলিশ কর্মী । কী কারণে এই ঘটনা, তা এখনও পরিষ্কার নয় ৷ তদন্ত শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ঘটনার তদন্তের জন্য হাসপাতালে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, চাকরি পাওয়ার পর থেকে গত 5 বছর ধরে পুলিশ লাইনে ডিউটি করছিলেন হিমাংশু মাঝি । 3 মার্চ বিয়ের তারিখ ছিল। বিয়ের জন্য ছুটির আবেদনও করেন তিনি ৷ শুক্রবার ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর । শুক্রবার ভোরে তাঁর সঙ্গে কর্মরত অপর এক পুলিশ কর্মী বাথরুম যাওয়ার পর নিজেকে গুলি করেন হিমাংশু । তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনার বলেন, “প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যার চেষ্টা করেছেন পুলিশ কনস্টেবল ৷ তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখার জন্য আমরা তদন্ত শুরু করেছি ৷ তবে, ছুটি নিয়ে কোনও সমস্যা ছিল না ৷”