হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কর্মরত পুলিশকর্মীর

কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুলিশকর্মী সুকুমার সরকারের। তিনি ফরাক্কা থানায় নিযুক্ত ছিলেন। কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, মৃতের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর নতুনটোলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাত পর্যন্ত ডিউটিতে ছিলেন তিনি। হঠাৎ অসুস্থবোধ করেন। বুকে যন্ত্রণা অনুভব করেন সুকুমার সরকার। তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁর দেহ পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই।

error: Content is protected !!