কাঁথিতে মেয়ের স্কুলের সামনেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন পুলিশকর্মী

কাঁথিতে স্কুলের সামনেই নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। অভিযুক্ত নিজেই পুলিশ কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, মেয়েকে স্কুলে দিতে এসেছিলেন মা। আর স্কুলের সামনেই মেয়ের মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বাবা। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকে অদূরেই রয়েছে কাঁথি এসডিপিও অফিস। অভিযুক্তের নাম বাপ্পাদিত্য রায়। তিনি মারিশদা থানায় কর্মরত। পুলিশ সূত্রে খবর, দাম্পত্যে অশান্তির জেরেই ঘটেছে এই খুনের ঘটনা। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। তারপরে দীর্ঘদিন আলাদা থাকতেন স্বামী ও স্ত্রী। তবে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বচসা বাধত তাঁদের। আরও জানা গিয়েছে, বিবাদের মীমাংসার জন্য একাধিকবার বিভিন্ন ওয়ার্ডে বৈঠক হয়েছিল।  দু’জনের বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল কাঁথি মহকুমা আদালতে। জানা গিয়েছে, মেয়ের পরীক্ষার জন্য মেয়েকে স্কুলে ছাড়তে এসেছিলেন মা। স্কুলের বাইরে বসে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন মা। তখনই স্বামী এবং স্ত্রীর বচসা বেধেছিল। এরপরেই হঠাৎ করে ছুরি বের করে স্ত্রীকে কোপায় স্বামী। প্রাণরক্ষা করতে স্ত্রী ঢুকে পড়েন এসডিপিও বাংলো চত্ত্বরে। সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান জখম মহিলা। দেখা যায়, তাঁর বুকে ও পেটে জখম। এসডিপিও দফতর সূত্রে খবর, এরপরে ওই মহিলাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। আটক করা হয় অভিযুক্তকে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, ওই মহিলার মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

error: Content is protected !!