
রামনবমীর কারণে টানা ৮ দিন ছুটি বাতিল পুলিশের, প্ররোচনায় পা দেবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর
রামনবমীর এখনও বাকি কয়েক দিন। কিন্তু রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাপমাত্রা এখনই ঊর্ধ্বমুখী। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়ে বলছেন, ‘প্ররোচনায় পা দেবেন না।’ অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়ে দিয়েছেন, অশান্তি রোখার জন্য রাজ্য পুলিশ ‘প্রস্তুত ও কঠোর’৷ এই প্রেক্ষিতেই রাজ্যজুড়ে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে জারি হয়েছে নজিরবিহীন এক নির্দেশিকা ৷ তাতে লেখা আছে, ২ এপ্রিল (বুধবার) থেকে ৯ এপ্রিল (পরবর্তী বুধবার) পর্যন্ত রাজ্যের কোনও পুলিশকর্মী ছুটি পাবেন না। অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) জারি করেছেন এই নির্দেশ । বলা হয়েছে, চূড়ান্ত প্রয়োজনে ছুটি বিবেচনা করা যেতে পারে, কিন্তু সাধারণ হিসেবে ছুটি পুরোপুরি নিষিদ্ধ।