মিলল না পুলিশের অনুমতি, অযোধ্যাতে স্থগিত ব্রিজ ভূষণের শোভাযাত্রা

অযোধ্যাতে একটি শোভাযাত্রা করতে চেয়েছিলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং। সূত্রের খবর, পুলিশ সেই অনুমতি দেয়নি। ফলে এই শোভাযাত্রা বাতিল করতে হয়েছে ব্রিজ ভূষণ শরণ সিংকে। ব্রিজভূষণ সাংবাদিকদের জানান, আগামী ৫ জুন অযোধ্যাতে সাধুদের নিয়ে যে জনচেতনা শোভাযাত্রা করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এই কারণে যেহেতু পুলিশ কুস্তিগীরদের আনা অভিযোগের তদন্ত করছে, এবং মহামান্য শীর্ষ আদালতের বিচারাধীন, তাই শীর্ষ আদালতকে সম্মান জানিয়ে আমি এই শোভাযাত্রা কয়েকদিনের জন্য স্থগিত করলাম। এবং তাঁর সমর্থনে যে দেশের বিভিন্ন প্রান্তের বহু লক্ষ লক্ষ সমর্থক আছেন সে কথাও জানান তিনি।

error: Content is protected !!