পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, বেতন বাড়ল পুলিশের, বেশি বয়স পর্যন্ত কনস্টেবল হওয়ার সুযোগ
বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে পুলিশের বেতন বৃদ্ধি-সহ একাধিক সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কনস্টেবল পদে নিয়োগে সময়সীমা বাড়ল। কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক চালকদের বেতন বেড়ে ১৩,৫০০ টাকা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে তা হচ্ছে ১৫,০০০ টাকা। কনস্টেবল নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন পুলিশের গাড়িচালকদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেন। সমস্ত র্যাঙ্কের পুলিশকর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া এদিন তিনি ইউনেস্কোর সহযোগীদের নিয়ে দূর্গা পুজোর প্রারম্ভে মিছিল প্রসঙ্গে বলেন, ‘জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত ধন্যবাদ মিছিল হবে। সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে মিছিল যাবে।’