ওড়িশা দিয়ে বাংলায় গরু পাচারের ছক বানচাল করল পুলিশ, দাঁতনে ৭০০ গরু সহ আটক ৮টি ট্রাক

 ফের গরু পাচারের ছক বানচাল করল পুলিশ। ওড়িশা দিয়ে বাংলায় গরু পাচারের চেষ্টা। শনিবার দাঁতন সীমান্তে ৭০০ গরু-সহ ৮টি ট্রাককে আটক করল পুলিশ। ওড়িশা দিয়ে বাংলায় গরু পাচার করতে গিয়ে পুলিশের নাকা চেকিংয়ে আটক হয় এই ৮টি গরু বোঝায় ট্রাক।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সোনাকনিয়া এলাকায় ওড়িশা-বাংলা সীমান্তে পুলিশের নাকা চেকিং চলছিল। সেই সময় ওড়িশার দিক থেকে মালবোঝাই কয়েকটি ট্রাক সোনাকনিয়ার দিকে আসছিল। 

error: Content is protected !!