‘আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে সেরকম কোনও গলদ নেই’, সিবিআইকে জানাল দিল্লি এইমস
আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে তেমন কোনও খুঁত নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানাল দিল্লি এইমস। সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। যে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। যে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠেছে, তাতে সেরকম কোনও গলদ নেই বলে জানিয়েছে দিল্লি এইমস। তরুণী চিকিৎসকের ময়নাতদন্তে কোনও গলদ আছে কি না, তা জানতে দিল্লি এইমসে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেটার প্রেক্ষিতে প্রাথমিকভাবে এইমসের তরফে জানানো হয়েছে যে ময়নাতদন্তের রিপোর্টে তেমন কোনও গলদ নেই। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, এইমসের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সাধারণত ময়নাতদন্তের রিপোর্টে যে বিষয়গুলি থাকা উচিত, সেগুলি নির্যাতিতার পোস্ট-মর্টেমের রিপোর্টে আছে। ওই রিপোর্ট অনুযায়ী, একটি বিষয়ের ক্ষেত্রে তাঁরা খামতি দেখতে পান, সেটা খুব বড় কোনও ব্যাপার নয় বলে জানিয়েছেন এইমসের বিশেষজ্ঞরা। নির্যাতিতার দেহে কী পোশাক ছিল, সেটা ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়নি।