ওড়িশায় ডাম্পারের ধাক্কায় মৃত বাংলার ৭ পোল্ট্রি ব্যবসায়ীর

ওড়িশায় দুর্ঘটনার কবলে উত্তর ২৪ পরগনার পোল্ট্রি ব্যবসায়ীরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের। পোল্ট্রি ফার্মে কাজ করার জন্য শুক্রবার বসিরহাটের মাটিয়া থানার ধান‍্যকুড়িয়ার নেহালপুর সর্দার পাড়া এলাকা থেকে ওই সাতজন রওনা হয়েছিলেন। যাত্রাপথেই ডাম্পারের ধাক্কায় মৃত্য হয় সাতজনের। মৃতদের হলেন, আমজাদ আলি সর্দার(২৮), জাহাঙ্গির সর্দার(৪০), করিম সর্দার(২৫), আমিরুল সর্দার(২৬), আরিফ সর্দার(২৬), টিঙ্কু সর্দার(৩০), সুরজ সর্দার(৪৯)।

error: Content is protected !!