এবার ভোটের কৌশল থেকে সন্ন্যাস, ঘোষণা পিকের

বাংলায় শাসক দল তৃণমূল দায়িত্ব নিয়েই প্রশান্ত কিশোর বলেছিলেন তিন অঙ্ক পেরোতে পারবে না বিজেপি। রবিবার তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। বাংলায় নবান্নের দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত  দুই সংখ্যাতেই আটকে গেল বিজেপি। আর এই খবরে নেটমাধ্যমে যখন ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ঠিক সেই সময় একটি সর্বভারতীয় চ্যানেলের সংক্ষাৎকারে ভোটকুশলীর কাজ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন প্রশান্ত কিশোর। সহকর্মীদের হাতে দায়িত্ব তুলে দিয়ে নিজের সংস্থা আইপ্যাক ছেড়ে অন্য কিছু করতে চান বলে জানালেন স্বয়ং। সাক্ষাৎকারে  প্রশান্ত কিশোর বলেন, ‘দিদিকে সাহায্য করতে পেরে  আমি খুশি। এই জয়ের মধ্যেও জানিয়ে রাখি যে আমি এই কাজ ছাড়ছি। আর এই কাজ করতে চাই না। অনেক হয়েছে। সহকর্মীদের হাতে আইপ্যাকের দায়িত্ব তুলে দিয়ে জীবনে অন্য কিছু করতে চাই আমি।’

error: Content is protected !!