‘৮০ শতাংশ টিকাকরণ না হলে ৫ রাজ্যে ভোট নয়’, টুইট পিকের

করোনা পরিস্থিতিতে ৫ রাজ্যের ভোট নিয়ে বার্তা প্রশান্ত কিশোরের। পিকে বলছেন, ভোটমুখী রাজ্যগুলিতে অন্তত ৮০ শতাংশ মানুষ টিকার দুটি করে ডোজ না পেলে ভোট করানো উচিত নয়। শুক্রবার এক টুইটে ভোট কুশলী বলছেন,”ভোটমুখী রাজ্যগুলির ৮০ শতাংশ জনগণের করোনার ভ্যাকসিনের দুটি ডোজ পাওয়া নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এটাই এই মহামারীর সময়ে পাঁচ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সবচেয়ে সুরক্ষিত পথ। বাকি সব কিছুই অনর্থক।” পিকে মনে করছেন, নির্বাচন কমিশন যে কোভিড বিধি রাজনৈতিক দলগুলির জন্য বেঁধে দিয়েছে, তা নিরর্থক, কেউ মানে না। তিনি বলছেন,”কমিশনের বেঁধে দেওয়া আদর্শ কোভিড বিধি পুরোপুরি অর্থহীন। কেউ এসব মানে না।” কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে নির্বাচন কমিশন ভোট পিছানোর কথা ভাবছে না। অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চ মাসেই পাঁচ রাজ্যের ভোট হতে পারে। ইতিমধ্যেই এ বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হয়েছে কমিশনের তরফে।

https://twitter.com/PrashantKishor/status/1479353539222642689
error: Content is protected !!