কল্যাণী এইমসের সমাবর্তনে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ফের রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের প্রথম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি। আগামী ২৩ এপ্রিল দুপুরে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে কল্যাণী এইমসের অডিটোরিয়ামে। রাষ্ট্রপতি ছাড়াও এই অনুষ্ঠানে থাকার কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের। গত বছর ৩৫ ফেব্রুয়ারি গুজরাটের রাজকোট পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস-সহ আরও বেশ কয়েকটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের পর প্রথম এক বছরে নানাবিধ বিতর্কে জর্জরিত হয়েছে কল্যাণী এইমস। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত নানারকম অভিযোগ শোনা গিয়েছে। এবার কল্যাণী এইমসের প্রথম সমাবর্তনে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে রাজ্য সরকারের তরফে অবশ্য কারও নাম এখনও পর্যন্ত নেই। শেষ পর্যন্ত আদৌ রাজ্যের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে কিনা সংশয় রয়েছে।

error: Content is protected !!