দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ দর্শন করলেন মরিশাসের রাষ্ট্রপতি

কলকাতা সফরে এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। স্ত্রীকে নিয়ে তিন দিনের ব্যক্তিগত সফরে এসেছেন তিনি। কলকাতা সফরে এসে সোমবার মরিশাসের রাষ্ট্রপতি গেলেন দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠ দর্শনে। সোমবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন সস্ত্রীক পৃথ্বীরাজ। তাঁকে স্বাগত জানাতে দক্ষিণেশ্বর মন্দিকে উপস্থিত ছিলেন মন্দিরের অছি কুশল চৌধুরী। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দেওয়ার পর মরিশাসের রাষ্ট্রনেতা গিয়েছিলেন বেলুড় মঠে। সেখানে গিয়ে মঠ ঘুরে দেখেন তিনি। মঠের মহারাজরা তাঁর সঙ্গ দেন। বেলুড়মঠে মরিশাসের রাষ্ট্রপতি পৌঁছলে তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এরপর মঠে শ্রীরামকৃষ্ণের প্রধান মন্দির সহ, স্বামীজির বাসভবন, মা সারদার মন্দির ঘুরে দেখেন। দশটা পঞ্চাশ মিনিটে তিনি মঠ ছেড়ে যান। কলকাতায় একটি নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন মরিশাসের রাষ্ট্রপতি।

error: Content is protected !!