এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

এবার বাড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েক দফায় ওঠানামে করেছে বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এরইমধ্যে দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বাড়তে দেখা গিয়েছিল। কিন্তু, গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়। ফলে কলকাতায় নতুন দাম হয় ১৮৮৫.৫০ টাকা। তাই এবার ২২ টাকা ৫০ পয়সা বেড়ে গেল।  ফের দাম বৃদ্ধির ফলে কলকাতায় নতুন দাম হচ্ছে ১৯০৮ টাকা। নয়া দাম কার্যকরী হচ্ছে ১ ডিসেম্বর থেকে। তবে ১৪.২ কেজির গ্যাসের দাম থাকছে ৯২৯ টাকা। এদিকে দেশের ৪ মেট্রো শহরের মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের সবথেকে কম দাম মুম্বইতে।  নয়া দাম বৃদ্ধির আগে মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম ছিল ছিল ১৭২৮টাকা। দিল্লিতে সেই দাম ছিল  ১৭৭৫.৫০ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ১৯৪২ টাকা। মুম্বইয়ে নয়া দাম হচ্ছে ১৭৫০ টাকা ৫০ পয়সা। দিল্লিতে নয়া দাম হচ্ছে ১৭৭৮ টাকা। চেন্নাইয়ে নয়া দাম হচ্ছে ১৯৬৪ টাকা ৫০ পয়সা।

error: Content is protected !!