৩৬ হাজার চাকরি বাতিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পর্ষদ
নিয়োগ দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া চলার সময় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, ২০১৬ সালের প্যানেলের ৩৬ হাজার জনের চাকরি বাতিল করার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১২ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের পরেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তার ঠিক ২ দিন পরেই ডিভিশন বেঞ্চে আপিল করল পর্ষদ। খবর, চলতি সপ্তাহে শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে।