সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদি

ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের আজ জন্মদিন। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীনতা-পরবর্তী ভারতে প্রায় ৫২২টি রাজ্যকে ভারত সরকারের অধীনে এনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গোটা ভারত আজ (৩১ অক্টোবর) সর্দার বল্লভ প্যাটেল জয়ন্তী উদযাপন করছে। আজ সকালে স্ট্যাচু অফ ইউনিটির পদতলে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। ভারতের ঐক্যে তাঁর অবিশ্বাস্য অবদানকে মাথায় রেখে প্রতি বছর এই তারিখটিকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করা হয়।