আগামী মাসে ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী মাসে ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে 10 ও 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট ৷ এই AI সামিটে তিনি অংশ নেবেন মোদি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী মোদির ফ্রান্স সফর সম্পর্কে বলতে গিয়ে ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স সফরে এসেই প্রধানমন্ত্রী মোদি এআই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “এই এআই শীর্ষ সম্মেলন ভারতের পাশাপাশি আমেরিকা, চিন এবং উপসাগরীয় দেশগুলিও সঙ্গেও আলোচনার সুযোগ তৈরি করবে। ম্যাক্রোঁ বলেন, ‘আমেরিকা, চিন, ভারতের পাশাপাশি আরব দেশগুলিও এআই সম্মেলনে অংশ নেবে এবং এআই প্রযুক্তির উন্নয়ন ও নিয়ন্ত্রণে এই দেশগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফ্রান্সের এআই অ্যাকশন সামিট, 10 এবং 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৷ এর লক্ষ্য ইউরোপকে ‘নেতৃস্থানীয় AI মহাদেশ’ হিসাবে গোটা বিশ্বের কাছে তুলে ধরা।”

error: Content is protected !!