নথি হাতে ইডি দফতরে জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী 

ইডির হাতে গ্রেফতার হয়ে তাঁর বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ছাড়লেই রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যাবেন ইডি হেফাজতে। এরই মাঝে ইডি দফতরে এসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। কিছু ফাইল নিয়ে এ দিন সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। গোয়েন্দা সূত্র মারফত খবর, আয়-ব্যয় সংক্রান্ত বিভিন্ন হিসাব দিতেই এ দিন ইডি দফতরে এসেছেন প্রিয়দর্শিনী।তবে, এদিন ইডি দফতরে বেশিক্ষণ ছিলেন না প্রিয়দর্শিনী। জানা গিয়েছে, মাত্র দশ মিনিট ছিলেন তিনি ইডি দফতরে। তারপরই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। তবে তাঁকে যখন বাইরে প্রশ্ন করা হয়, কী কারণে আজ সিজিও কমপ্লেক্সে এসেছেন তিনি, তা জানতে চাওয়া হলে কার্যত মেজাজ হারান মন্ত্রীর মেয়ে। উত্তর না দিয়েই গাড়িতে ওঠেন তিনি।

error: Content is protected !!
20:03