রাম মন্দির দর্শন করলেন প্রিয়াঙ্কা-নিক

বুধবার আচমকাই অযোধ্যায় হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিন প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তাঁর স্বামী পপস্টার নিক জোনাস, তাঁর মা মধু চোপড়া ও প্রিয়াঙ্কার একমাত্র মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। মন্দিরে পুরো সময়ই মেয়েকে কোলে নিয়ে দেখা গেল প্রিয়াঙ্কাকে। সপরিবারে রামলালা দর্শন করেন তাঁরা। এদিন প্রিয়াঙ্কা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার কামিজ। নিকের পরনে সাদা কুর্তা। প্রিয়াঙ্কাকে উত্তরীয় পরিয়ে দেন মন্দিরের পূজারী।     

error: Content is protected !!