
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
নবান্নে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে। বুধবার দুপুরে আচমকাই নবান্নে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। সূত্রের খবর, সিনেমা সংক্রান্ত কোনও বিষয়েই কথা বলতে নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবিটি। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত তিনি। তারই মাঝে অভিনেতা হঠাৎ কেন নবান্নে গেলেন, তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। যদিও নবান্নের তরফে এটাকে সৌজন্য সাক্ষাৎই বলেই জানানো হয়েছে।