বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ মণিপুরে
রবিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই অশান্তির আগুন জ্বলল মণিপুরে। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ এতটাই বাড়ল, যে প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুতুল পোড়ানো হল। দিকে দিকে জ্বালিয়ে দেওয়া হল বিজেপি–র পার্টি অফিস। রাস্তায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। বাংলার মতো মণিপুরেও আদি এবং নব্যর দ্বন্দ্ব চরমে উঠল। অন্য দল ছেড়ে যাঁরা বিজেপি–তে যোগ দিয়েছেন, তাঁদেরই বেশি মর্যাদা দেওয়া হয়েছে। এই অভিযোগই উঠল বাংলার মতো মণিপুর বিজেপি–তেও। সে রাজ্যের বিজেপি কর্মীদের অভিযোগ, কংগ্রেস ছেড়ে বিজেপি–তে যোগ দিয়েছেন এমন ১০ জন নেতাকে টিকিট দেওয়া হয়েছে। অথচ যাঁরা মাটি কামড়ে খেটেছেন, তাঁদের টিকিট দেওয়া হয়নি। বহু কেন্দ্রে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি নেতা–কর্মীরা। অগুনতি নেতা ইস্তফা দিয়েছেন আজ, যাঁদের টিকিট পাওয়ার কথা ছিল, অথচ পাননি। দিকে দিকে মিছিল বেরিয়েছে। ইম্ফলে রাজ্য বিজেপি–র সদর দপ্তরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।