ভ্যাকসিনের তিনটি ডোজ নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

ভ্যাকসিনের তিনটি ডোজ নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বর্তমানে রানির বয়স ৯৫। সূত্রের খবর, রানির ঠান্ডা লাগার মতো মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী  তিনি এখন উইন্ডসর ক্যাসলে রয়েছেন। রানীর স্বাস্থ্য সম্পর্কে সাধারণত গোপনীয়তা বজায় রাখাই ব্রিটেনের রীতি। তা সত্ত্বেও প্রাসাদয়ের তরফে জানানো হয়, তিনি কোভিড পজিটিভ।এর আগে তিনি তিনটি ডোজের টিকাও নিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। সূত্রের খবর, তার কয়েকদিন আগেই রানির সঙ্গে দেখা করেছিলেন তিনি। রানির আরোগ্য কামনা করে  টুইট করেছেন স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ।তিনি লিখেছেন, রানির দ্রুত আরোগ্য কামনা করছি। যদিও এ নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

error: Content is protected !!