রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ ‘অগণতান্ত্রিক’! লন্ডনে বিক্ষোভ

অগণতান্ত্রিকভাবে রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পদ খারিজ করা হয়েছে। এমনই অভিযোগে এবার কংগ্রেসের লন্ডন শাখা প্রতিবাদে সামিল। লন্ডন পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ শুরু করেন দলের কর্মীরা। রাহুল গান্ধীর সাংসদ পদ যেভাবে খারিজ করা হয়েছে, তা পুরোটাই অগণতান্ত্রিক বলে অভিযোগ করা হয় হাত শিবিরের তরফে। বিষয়টিকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে আখ্যা দেন কংগ্রেসের কর্মীরা।

error: Content is protected !!