‘দেশের জন্য যে কোনও মূল্য দিতে রাজি’, সাংসদ পদ খারিজের পর মুখ খুললেন রাহুল গান্ধি

লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খুললেন স্বয়ং রাহুল গান্ধী। নিজের Twitter হ্যান্ডল তিনি লেখেন, “ভারতের কণ্ঠস্বরের জন্য লড়াই করে যাচ্ছি। এর জন্য যে কোনও মূল্য দিতে রাজি।” শুক্রবার বিকেল ৫টা ২৭ মিনিটে ওই Tweet করেন রাহুল গান্ধী। আগাগোড়া হিন্দিতে Tweet করেন তিনি।

error: Content is protected !!