পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা শুরুর আগে স্বর্ণমন্দিরে রাহুল গান্ধি

পঞ্চ নদের তীরে ভারত জোড়ো যাত্রা শুরুর আগে মঙ্গলবার বিকেলে স্বর্ণমন্দির বা হরমিন্দর সাহিব দর্শন করলেন রাহুল গান্ধি। গেরুয়া পাগড়ি পরে হরমিন্দর সাহিবে মাথাও ঠেকান প্রাক্তন কংগ্রেস সভাপতি। স্বর্ণমন্দির দর্শনের পরে টুইটে রাহুল লিখেছেন, ‘গুরুর দরজায়। হরমিন্দর সাহিবে পৌঁছে মানবতার প্রতি বিশ্বাস আরও গভীর হল।’ রাজীব তনয়ের হরমিন্দর সাহিব দর্শন নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি ও শিরোমণি অকালি দল। একই সুরে দুই দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রায়শ্চিত্ত করতে এসেছেন রাহুল।’ গত ৩ জানুয়ারি দিল্লি থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করেছেন রাহুল গান্ধি। রাজধানী দিল্লি হয়ে উত্তরপ্রদেশ ও হরিয়ানা ঘুরে এদিন সকালে পঞ্জাবে প্রবেশ করেছে যাত্রা। আর পঞ্জাবে পৌঁছেই অমৃতসর স্বর্ণমন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যদিও তাঁর ওই সিদ্ধান্তের কথা অধিকাংশ রাজ্যের অধিকাংশ নেতাই জানতেন না। কংগ্রেস নেতা জয়রাম রমেশই আম্বালায় সাংবাদিকদের কাছে রাহুলের স্বর্ণমন্দিরে যাওয়ার কথা জানান।

error: Content is protected !!