
‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শুভেন্দু, এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল ইডি
পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীদের পর এবার ইডির নজরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রায়গঞ্জের এই বিধায়ক বিধানসভার পিএসির চেয়ারম্যান। অর্থ লেনদেনের হিসাব চেয়ে গত ২৫ জুলাই তাঁকে নোটিস পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয় বিধায়কের ব্যবসায়িক সংস্থার তরফে। সেই বিজ্ঞাপনে অনিয়মের অভিযোগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে দাবি ইডির। কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ তরফে দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে ইডি। রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থার ঠিকানায় পাঠানো হয়েছে ওই নোটিস। সূত্রের খবর ওই চিঠিতে বলা হয়েছে, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেওয়ার পর বিধানসভার বাজেট অধিবেশনে তাঁকে একপ্রকার ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই কৃষ্ণ কল্যাণীর এই নোটিস পাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ।