নদীয়ার রানাঘাট স্টেশনে যাত্রী বিক্ষোভ
ট্রেন ভীষণ অপরিচ্ছন্ন। প্রতিবাদে ব্যস্ত সময়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। নদীয়ার রানাঘাট স্টেশনে ট্রেন যাত্রীরা সকাল সাড়ে সাতটা থেকে ডাউন লালগোলা মেমো ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, লালগোলা থেকে ডাউন একটি ট্রেন রানাঘাট পর্যন্ত আসে। সেই ট্রেনটি রানাঘাট-শিয়ালদা ডাউন ট্রেন করা হয়। ডাউন রানাঘাট লোকাল ট্রেনের প্রত্যেকটি কামরার শৌচালয় রীতিমতো অপরিচ্ছন্ন। পরিষ্কার করার জন্য একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা। শিয়ালদা-রানাঘাট মেইন শাখায় সকাল ৭টা ৩০ থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে একাধিক ডাউন ও আপ ট্রেন। ভোগান্তিতে অন্যান্য ট্রেন যাত্রীরাও। প্রায় ২ ঘণ্টার ধরে রেল অবরোধ চলছে।