ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! জারি কমলা সতর্কতা

আজ কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনার সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার জন্যে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে জারি হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জারি কমলা সতর্কতা।  এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে। আজ কলকাতায় সকাল থেকেই জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। এর আগে গতকাল আলিপুরে ২.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। উত্তরবঙ্গে আজ বজ্রপাত সহ হালাকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এর মঘ্যে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি, কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে জারি থাকবে কমলা সতর্কতা। এরপর দক্ষিণবঙ্গে ২৩ মার্চ কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত সেদিনের জন্যে দক্ষিণের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে ২৪ মার্চ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। সেদিন আবার কালবৈশাখীর কমলা সতর্কতা জারি আছে পূর্ব বর্ধমানে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

error: Content is protected !!