আজও দিনভর বৃষ্টি একাধিক জেলায়, রবিবার থেকে পরিষ্কার হবে আকাশ

আজও মেঘলা আকাশে। গত ১১ জানুয়ারি থেকেই হালকা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা । হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে শহর কলকাতাতেও ৷ তাই শীতবস্ত্রের পাশাপাশি ছাতা নিয়ে বাইরে বেরনোই এখন বুদ্ধিমানের কাজ ৷ মকর সংক্রান্তির সন্ধ্যাতেও তার ব্যতিক্রম হয়নি । পূর্বাভাস বলছে, সেই ধারাই অব্যাহত থাকতে পারে শনিবারও৷ আলিপুর আবহাত্তয়া অফিস জানিয়েছে, এদিন হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে । দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে ৷ হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিন বন্দ্যোপাধ্যায় বলছেন, রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে ।

error: Content is protected !!