স্বস্তি পেল উত্তরবঙ্গ! শিলিগুড়িতে নামলো বৃষ্টি

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে প্রবল দাবদাহ চলছে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গ পেল স্বস্তি। শিলিগুড়ির অদূরে সেবক সংলগ্ন শালুগাড়া এলাকায় এদিন নেমেছে বৃষ্টি। শিলিগুড়িতে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। গরমের তীব্রতা এর ফলে এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে কিন্তু এখনো সেই পরিস্থিতি সৃষ্টি হয়নি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে আগামীকালও চলবে তাপপ্রবাহ। তবে এক্ষুনি বৃষ্টি না হলেও আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কিছুটা আশার কথা শুনিয়েছে। জানা গিয়েছে আগামী ২১ থেকে ২৩ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলে, দুই চব্বিশ পরগনায়, দুই মেদিনীপুরে, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। কলকাতাও বাদ থাকবে না। তবে সে ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের মানুষ কার্যত কবে বৃষ্টি নামবে এখন সেই আশাতেই দিন গুনছে।

error: Content is protected !!