
রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি পরিমাণ
রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দিনের তাপমাত্রা কমে ৩০ ডিগ্রির ঘরে পৌঁছবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা পাটনা- বালুরঘাট- মিজোরামের ওপর রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ এবং বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া বিহারের ওপর থেকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত।এর ফলে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার এবং কালিংপং – এ আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা – মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়- বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি একটু বেশি হবে।। রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, বীরভূম, নর্থ ২৪ পরগনা ,নদীয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার ও সোমবার।কলকাতাকে(Kolkata) আগামী চার দিন মেঘলা আকাশ ।বিক্ষিপ্ত বৃষ্টি হবে।