দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকে রাজ ঠাকরে, জল্পনা তুঙ্গে!

ফের নতুন সমীকরণের ইঙ্গিত মহারাষ্টে ! সামনেই রয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্য়াল কর্পোরেশনের নির্বাচন। সেখানে লড়াইয়ের এক নতুন মাত্রা যোগ করতে চলেছে রাজ ঠাকরে, অন্তত সোমবারের পর তেমনই মনে করা হচ্ছে। মহারাষ্ট্রের নবগঠিত বিজেপি সরকারের উপ-মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সোমবার দেখা করছেন রাজ ঠাকরে। তাঁদের মধ্য়ে দীর্ঘক্ষণ আলোচনাও হয়েছে। মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনে এই দুই শক্তি আরও কাছাকাছি আসতে পারে, তৈরি হতে পারে জোট। সোমবার কাকভোরে নিজের বাসভবন ছেড়ে দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে গিয়ে উপস্থিতি হন রাজ। সংবাদমাধ্য়মের নজর এড়াতেই সকাল পৌনে সাতটায় রওনা দিয়ে সাড়ে সাতটার মধ্য়ে ফড়নবিশের কাছে পৌঁছে যান তিনি। সেখানে ১ ঘণ্টা কথা হয় দুজনের মধ্য়ে। যদিও এই সব খবরই মিলেছে সূত্র মারফত, দু-পক্ষের কেউই বৈঠকের কথা স্বীকার করেননি। এর আগে সৌজন্য়ের খাতিরে রাজ ঠাকরের বাড়িতে একবার গিয়েছিলেন দেবেন্দ্র।

error: Content is protected !!