
রাজস্থানে বিষাক্ত গ্যাস লিকে মৃত্যু হল কারখানার মালিকের, অসুস্থ ৬০, আশঙ্কাজনক ৪০
রাজস্থানে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল অ্যাসিড কারখানার মালিকের। এই ঘটনায় আশঙ্কাজনক ৪০ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। সে রাজ্যের বেওয়ারে অ্যাসিড কারখানার গুদামে দাঁড় করানো ছিল একটি ট্যাঙ্কার। সেটি থেকেই নাইট্রোজেন গ্যাস লিক করে বিপত্তি ঘটে। জানা গিয়েছে, বেওয়ার থানা এলাকার বিদায়ায় ‘সুনীল ট্রেডিং কোম্পানি’র গুদামে সোমবার রাত ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। আচমকা ট্যাঙ্কার লিক করে বাতাসে বিষাক্ত গ্যাস মেশা শুরু হয়। এর ফলে ওই এলাকার একাধিক পোষ্য ও পথকুকুরদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মৃত্যু হয়েছে সুনীল সিঙ্ঘল নামে এক ব্যক্তির। তিনি ওই কারখানার মালিক। দীর্ঘক্ষণ বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। এর ফলেই অসুস্থ হয়ে পড়েন। আজমেরে একটি হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। বাসিন্দারা দরজা-জানলা বন্ধ করেও রক্ষা পাননি ভয়ংকর গ্যাসের থেকে। শুরু হয় শ্বাসকষ্ট আর চোখ জ্বালা। দ্রুত এলাকার ৬০ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের বেওয়ারের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ ৪০ জন এখনও চিকিৎসাধীন। ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন জেলাশাসক, পুলিশকর্তা এবং দমকল বাহিনী।