বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার সাঁওতালডি এলাকায়।  ঙ্গলবার পুরী থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভোজুডি শাখায় পার হচ্ছিল। সেইসময় সাঁওতালডি থানার অন্তর্গত সিনেমা হল রেলগেটে একটি ডিজেল বহনকারী ট্রাক্টর খারাপ হয়ে যায়। ট্রাক্টরটি সেখানে আটকে পড়ে। ট্রাক্টরটিকে স্থানীয়রা ঠেলে সরাবার চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন। ঠিক তখনই রাজধানী এক্সপ্রেস ওই লাইন দিয়ে পার হতে গিয়ে টাক্টরের পিছনে ধাক্কা লাগে। রাজধানীর চালক তৎক্ষণাত ইমারজেন্সি ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়। যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। তবে এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। 

error: Content is protected !!