টানটান উত্তেজনায় ভরপুর ‘রক্তবীজ’-এর ট্রেলার
ট্রেলারেই দর্শকদের মনে কৌতুহলের দানা বপন করল ‘রক্তবীজ’। ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়-এর ছবি ‘রক্তবীজ’। খাগড়াগড় বিস্ফোরণ আজও বাঙালির স্মৃতিতে তাজা। সেই ঘটনাকেই ছবির প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন পরিচালকদ্বয়। পুজো এবং গোয়েন্দা নস্টালজিয়া বাঙালির কাছে ‘ডেডলি কম্বিনেশন’। বাংলা ও বাঙালির নস্টালজিয়া-পুজো আমেজ নিয়ে কী ভাবে মিলিয়ে মিশিয়ে সাসপেন্সের চুম্বকে দর্শকদের হলে টানতে হয় সেই শিল্পে অত্যন্ত পটু শিবপ্রসাদ ও নন্দিতা। প্রায় আড়াই মিনিটের ট্রেলারে গুলি, রাজনীতি, খাগড়াগড় আর বিস্ফোরণ সংক্রান্ত সংলাপের ঠাসা হলেও একটা সরলরেখা কোথাও গিয়ে টেনে দিয়েছেন পরিচালক- তা হল দুর্গাপুজো। ট্রেলারে গ্ল্যামারাস লুক ছেড়ে উর্দিতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। পেটাই চেহারার আবির চট্টোপাধ্যায় পর্দায় যে ‘রোমান্টিক’ হবেন না, তা ট্রেলারেই স্পষ্ট। কিন্তু, তাঁর উপস্থিতিই হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর উপরি পাওয়া ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। ছবিতে রয়েছেন দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমার এবং সত্যম ভট্টাচার্যের মতো অভিনেতারা। পাশাপাশি ছবিটির শ্যুটিং হয়েছে ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবনে।