
রামনবমীতে অযোধ্যার রামমন্দিরে সূর্য তিলক!
রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রামনবমীর প্রস্তুতি। রামনবমীর দিনেই অযোধ্যার রামমন্দিরে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য রামলালার সূর্য তিলক অনুষ্ঠান। রবিবার বেলা বারোটায় অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠান। আইআইটি-র গবেষকদের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই সূূর্য তিলক। সূর্যরশ্মি লেন্সের মাধ্যমে সরাসরি প্রতিফলিত হয় রামলালার ললাটদেশে। তৈরি হয় বিশেষ তিলক। সূর্য তিলক প্রক্রিয়াটি রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই) এর বিজ্ঞানীরা ডিজাইন করেছেন। একটি গিয়ারবক্স, লেন্স ও প্রতিফলকের সাহায্যে নির্মাণ করা হয়েছে এই বিশেষ প্রযুক্তি। প্রযুক্তিটি এমনভাবেই তৈরি যে প্রতি বছর রামনবমীতে দুপুর ছয় মিনিটের জন্য রামলালার ললাটে সূর্যের তিলক এঁকে দেবে সূর্যরশ্মি।
সূর্য তিলক উৎসবের সময়সূচি
- সকাল ৯:৩০ থেকে ১০:৩০: রাম লালার অভিষেক।
- সকাল ১০:৩০ থেকে ১০:৪০: পর্দা বন্ধ থাকে।
- সকাল ১০:৪০ থেকে ১১:৪৫: পর্দা খোলে, তারপর ভোগ নিবেদন।
- দুপুর ১২:০০: সূর্য তিলক এবং ভগবান রামের প্রতীকী জন্ম।