নাবালিকাকে এক বছরের বেশি সময় ধরে ধর্ষণ, গ্রেফতার ঝাড়খণ্ডের রাঁচির সাব ইনসপেক্টর

এক বছরের বেশি সময় ধরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ঝাড়খণ্ডের রাঁচির এক পুলিস সাব ইনসপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম নীরজ খোসলা। তিনি সুখদেবনগর থানায় কর্মরত। জানা গিয়েছে, ১০ নভেম্বর সে মাকে পেটে ব্যথার কথা জানায় নাবালিকা। ১৪ নভেম্বর নির্যাতিতার মা থানায় অভিযোগ দায়ের করেন। দু’দিন পরেই গ্রেপ্তার করা হয় সাব ইনসপেক্টরকে। নাবালিকার পরিবারের অভিযোগ, ধর্ষণের কথা থানায় জানানোর পর তাঁদের হুমকি দিচ্ছে নীরজের আত্মীয়রা।   

error: Content is protected !!