করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর

করোনা আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর। প্রবীণ অভিনেতাকে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সিইও তথা এক্সিকিউটিভ ডিরেক্টর সন্তোষ শেট্টি বৃহস্পতিবার একটি লিখিত বিবৃতিতে বলেন, ‘অভিনেতা রণধীর কাপুর কোভিড আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে গতকাল রাত থেকে ভর্তি রয়েছেন। ওঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’ এখনও পর্যন্ত রণধীরের শারীরিক পরিস্থিতি নিয়ে কাপুর পরিবারের তরফে কেউ প্রকাশ্যে কিছু জানাননি।

error: Content is protected !!