
এক সারিতে ৭ গ্রহ, আগামীকাল সেই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে বিশ্ববাসী
২০২৫ সালের ২১ জানুয়ারি থেকে আকাশে শুরু হয়েছে গ্রহের প্যারেড, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ৷ আগামিকাল রাতের আকাশ দেখা যাবে এই বিরল দৃশ্য ৷ শুরুর দিকে ৬টি গ্রহ থাকলেও, এবার ৭টি গ্রহ সূর্যের কাছাকাছি অবস্থান করবে ৷ যা দেখে মনে হবে আকাশে গ্রহের প্যারেড চলছে ৷ এই দৃশ্য ২০৪০ সালের আগে আর হবে না ৷ চলতি বছরের জানুযারি থেকে শুরু হয়েছে এই ঘটনা ৷ দিগন্তের নিম্নরেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখা হবে কঠিন। আর ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের।
ভারতে দেখার সেরা সময়
আগামী ২৮ ফেব্রুযারি আকাশে দেখা যাবে গ্রহের প্যারেড ৷
ভারতবাসীকে এই স্বর্গীয় ঘটনার সাক্ষী থাকতে গেলে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ জ্যোর্তিবিজ্ঞানীদের মতে সূর্যাস্তের ৪৫ মিনিট পর এটি ভালোভাবে দেখা যাবে । এই দৃশ্যের সাক্ষী থাকতে গেলে অন্ধকার ও পরিষ্কার মেঘমুক্ত আকাশ প্রয়োজন ৷
প্ল্যানেটারি প্যারেড কীভাবে দেখবেন
- বেশ কয়েকটি অ্যাপ আছে যার মাধ্যমে সহজেই গ্রহের প্যারেডকে চিহ্নিত করা যাবে ৷
- অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা স্টার ওয়াক ২ এবং স্টেলারিয়াম এই দুই অ্যাপ ডাউনলোড করে সেটির সাহায্যে চিহ্নিত করতে পারবেন ৷ সেটির মাধ্যমে দেখতে পাবেন গ্রহের প্যারেড ৷
- জ্যোর্তিবিদদের মতে ২০২৫ সালের মহাকুম্ভ শেষ হওয়ার পর এই মহাজাগতিক ঘটনা আধ্যাত্মিক শক্তি এবং চেতনা বৃদ্ধিতে প্রভাব ফেলবে ৷
- এমন বিরল দৃশ্য ভবিষ্যতে ২০৪০ সালের আগে দেখা যাবে না।
কোন গ্রহগুলি দেখা যাবে
গ্রহে প্যারেড বা প্ল্যানেটারি প্যারেডের শুরুতে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই ছয়টি গ্রহ একটি সরলরেখায় ছিল। এবার বুধগ্রহ যোগ হয়েছে । অর্থাৎ এবার সন্ধ্যার আকাশে ৬টির পরিবর্তে ৭ গ্রহ দেখা যাবে ৷ ধীরে ধীরে গ্রহগুলি সূর্যের কাছ থেকে দূরে সরে যাবে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের অগস্টে আরেকটি গ্রহের প্যারেড হতে পারে ৷ তখন ৪টি গ্রহ একটি সরলরেখায় দৃশ্যমান হবে। সাতটি গ্রহকে এক সরল রেখায় দেখতে চাইলে এটি সেরা সময় ৷