রেশন দুর্নীতির তদন্তে ফের নানা জায়গায় তল্লাশি ইডির

রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আগেই ইডির জালে ধরা পড়েছেন বনমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আগামীকাল ৬ নভেম্বর তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন আদালতে। এই আবহে শনিবার সকাল থেকে রাজ্যের নানা প্রান্তে হানা দেয় ইডি। কোথাও ২৩ ঘণ্টা, কোথাও ২৪ ঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। হাওড়ার উলুবেড়িয়ায় চালকলে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন ইডি অফিসাররা। চালকলের গেট বন্ধ করে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। রেশন বন্টন দুর্নীতিতে এই চালকল কি বড় সূত্র?‌ উঠছে প্রশ্ন।

error: Content is protected !!