বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট রবীন্দ্র জাদেজা
বিজেপি-তে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজা। তাঁর স্ত্রী রিভাবা গুজরাটের উত্তর জামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে। যেখানে তিনি রবীন্দ্র জাদেজার বিজেপির সদস্য হওয়ায় কথা জানিয়েছেন। অতীতে রবীন্দ্র জাদেজা একাধিকবার তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী রিভাবার জন্য প্রচার করেছেন। নির্বাচনের সময়ও তাঁকে স্ত্রীর হয়ে প্রচারের ময়দানে দেখা গিয়েছিল। রোড শো-ও করেন তিনি। এ বার তিনি নিজেও বিজেপিতে যোগ দিলেন। টি২০ বিশ্বকাপের পর দলের অন্যান্য সদস্যদের সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং তাঁর স্ত্রী রিভাবাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।