মূল্যবৃদ্ধির জের! ৪ বছর পর সুদের হার বাড়ালো আরবিআই, বাড়তে চলেছে বাড়ি-গাড়ির EMI

আম জনতার পকেটে টান

আজ আরবিআই এর মানিটারি পলিসি কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে ওই ব্যাঙ্কিং সংস্থা। যার ফলে দেশের আর্থিক নীতিতে একটা বড় বদল আসতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে জানানো হয়েছে, রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ৪০-টি বেসিস পয়েন্ট বাড়িয়ে আরবিআই এর তরফ থেকে এই রেপো রেট ৪.৪০% করা হয়েছে। দেশে মূল্যবৃদ্ধির পারদ ক্রমশ চড়ছে। নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দর বাড়ছে। জ্বালানির দরের বৃদ্ধি, এবং শাক-সবজি থেকে শুরু করে মুরগির মাংস সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধির ফলে বিপাকে সাধারণ। মূল্যবৃদ্ধির কারণেই আরবিআই এমন একটি সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে। এদিন শক্তিকান্ত দাস বলেন, ‘সুদের হার বৃদ্ধির লক্ষ্য হল মধ্যমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে শক্তিশালী ও একত্রিত করা।’ এদিকে আরবিআই গভর্নর জানান, ক্যাশ রিজার্ভ রেশিও ৫০ বেসিস পয়েন্ট বাড়তে চলেছে ২১ মে থেকে। বর্ধিত ক্যাশ রিজার্ভ রেশিও হবে ৪.৫০ শতাংশ। তবে রিজার্ভ রেপো রেট অপরিবর্তি রাখা হয়েছে আরবিআই-এর তরফে। মার্চে দেশে খুচরা মুদ্রাস্ফীতি ১৭ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খাদ্য ও উৎপাদিত পণ্যের মূল্যস্ফীতির কারণে আম জনতার উপর চাপ বেড়েছে। এই আবহে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ করেছে আরবিআই। এর জেরে ঋণগ্রাহকদের মাসিক কিস্তি বাড়তে পারে। তবে ফিক্সড ডিপোজিটে আমানতকারীরা লাভবান হতে পারেন। তবে রেপো রেট বাড়ানোর প্রভাব ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহককে প্রভাবিত করবে। কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট বাড়িয়ে গ্রাহকদের দেওয়া ঋণ ব্যয়বহুল করে তুলবে ব্যাংকগুলো। সুদের হার বৃদ্ধির প্রভাব পড়বে ইএমআই-এর ওপর। রেপো রেট বাড়ার সাথে সাথে হোম লোন, গাড়ি লোনের ইএমআই আগামী দিনে বাড়বে। ফলে গ্রাহকদের ইএমআই আগের তুলনায় বাড়বে আগামী দিনে বাড়বে।