উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি

উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আরসিবি । ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল আরসিবি। রবিবাসরীয় ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথমবার ফাইনালে ওঠা দিল্লি। শুরুটা মন্দ করেনি তারা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে কার্যত ঝড়ের গতি রান তুলছিল দিল্লি। রণংদেহি মেজাজে ছিলেন শেফালি শর্মা। অষ্টম ওভারে বল করতে আসেন সোফি মলিনক্স। আরসিবিকে চালকের আসনে বসিয়ে দেন তিনিই। ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন শেফালি, আর দ্বিতীয় বলে জেমাইমা রদ্রিগেজ। চতুর্থ বলে এলিস ক্যাপ্সি উইকেট তুলে নেন সোফি। এরপর উইকেট পড়ে থাকে নিয়মিত। শেষপর্যন্ত  ১১৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। এদিকে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে পারলেও, লড়াই করতে হয় আরসিবিকেও। জুটিতে ৪৯ রান তোলেন স্মৃতি  মন্ধানা ও সোফি ডিভাইন। শেষ ওভারে জয়ের জন্য আরসিবি-র প্রয়োজন ছিল ৫ রান। তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন মন্ধানারা।

error: Content is protected !!
17:48