বেপরোয়া গতির জের, শ্রীরামপুরে বাস উল্টে মৃত ১, জখম ২৫,

ফের বেপরোয়া গতির জেরে ঘটল দুর্ঘটনা। জখম হলেন ২৫ জন যাত্রী। মৃত ১। আজ, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার কল্যাণপুরের শ্রীরামপুর মোড়ে। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ হুগলির পাণ্ডুয়া থেকে কালনার দিকে আসছিল একটি বাস। ওই বাসটিতে ছিলেন কমপক্ষে ৩০ জন যাত্রী। আচমকাই কল্যাণপুর পঞ্চায়েতের শ্রীরামপুর মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার জেরে চিৎকার করতে থাকেন ওই বাসে থাকা যাত্রীরা। সেই চিৎকার শুনে উদ্ধার করতে যান স্থানীয়রা। জখম অবস্থায় ২৫ জনকে উদ্ধার করে কালনা সুপার-স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই জখমদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার ‌ফলে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সূত্রের খবর, জখম যাত্রীদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত বাসটি পাণ্ডুয়া-কালনা রুটের। পুলিস জানিয়েছে, দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তদন্ত শুরু হয়েছে। এদিকে এই দুর্ঘটনার জেরে কালনা-পাণ্ডুয়া রোডে বেশ কিছুক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়। 

error: Content is protected !!