পার্থ-অর্পিতার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে মিলল আরও ৮ কোটি টাকা
পার্থ-অর্পিতার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মিলল আরও ৮ কোটি টাকা। অর্পিতা মুখোপাধ্যায়ের ২ টি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল আগেই। এবার ইডি উদ্ধার করল আরও ৮ কোটি। মানে টাকার অঙ্ক বেড়ে ৫৮ কোটি। জানা গিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে এই টাকা। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা পাওয়া গিয়েছে। ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজড করা হয়েছিল আগেই। রবিবার, প্রকাশ্যে আসে আরও ৮ কোটি টাকা নতুন ভাবে উদ্ধার হওয়ার কথা।