৩ মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়! সুপ্রিম রায়ের পর সাফ জানালেন এসএসসি চেয়ারম্যান

বৃহস্পতিবার সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। সঙ্গে একগুচ্ছ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। শুক্রবার সুপ্রিম নির্দেশ প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠক থেকে তিনি স্পষ্ট জানালেন, ‘দ্রুত নিয়োগের জন্য ইতিমধ্যেই আমরা চিঠি পেয়েছি, তবে তিন মাসের মধ্যে নিয়োগ করা সম্ভব নয়।’ এসএসসি চেয়ারম্যান তাঁর এই মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন ২৬ লক্ষ প্রার্থী। পরীক্ষায় বসেন প্রায় ২২ লক্ষ। এঁদের মধ্যে নবম-দশমের এক লক্ষ ৪১ হাজার এবং একাদশ-দ্বাদশের দেড় লক্ষ প্রার্থী রয়েছেন। তাই এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্য়ে সম্ভব নয়।’ এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘তিন মাসের মধ্যে নিয়োগ শেষ করতে হবে একথা সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়নি। এটা একটা বড় প্রক্রিয়া। তাই তিন মাসের মধ্যে এসব করা সম্ভব নয়।’

error: Content is protected !!